নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন ইস্যুতে ফের একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসলেন জার্মান চ্যান্সেলর শোলজ, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সম্প্রতি ম্যাক্রোঁ বলেন, রুশ সেনারা যদি কিয়েভে বোমা বর্ষণ শুরু করে, তাহলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মস্কোর ওপর 'চাপ' প্রয়োগ অব্যাহত রাখবে। এদিকে ইউক্রেনের আগ্রাসন নিয়ে রাশিয়ার ওপর চাপ বাড়াতে রাশিয়ার ধনকুবের আন্দ্রে মেলনিচেঙ্কোর মালিকানাধীন একটি সুপারইয়্যাচ বাজেয়াপ্ত করেছে ইতালি।