নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার যোধপুর পার্ক এলাকায় ''নারী সেবা সংঘ'' একটি মহিলাদের পরিচালিত ''হোম''। এটি এই এলাকার খুবই প্রখ্যাত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ৩দিন মেলার আয়োজন করে থাকে। তবে করোনার জন্য বিগত ১ বছর এই মেলাটি বন্ধ ছিল। চলতি বছরে পুনরায় এই মেলাটির আয়োজন করা হয়েছে। ২০২২ সালে এই মেলার ৪৫তম বর্ষপূর্তি। গত ১১ মার্চ এই মেলার উদ্বোধন করেন অধ্যাপিকা এবং লেখিকা মিরাতুন নাহার।
এই সংঘের আয়োজিত মেলাটির নাম '' স্প্রিং ফেট''(SPRING FETE)। এটি চলবে আগামী ১৩ মার্চ অবধি। কোভিড বিধি মেনেই হচ্ছে এই মেলা। রোজ বেলা ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলা। এই মেলায় অংশ নেবেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনাররা। প্রত্যেকেই তাঁদের স্প্রিং -সামার কালেকশন নিয়ে হাজির হবেন এই বসন্ত মেলায়। এর প্রতিষ্ঠাতা ছিলেন নারী সেবা সংঘ মহিলাদের দ্বারা পরিচালিত এক প্রতিষ্ঠান। এটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল দুঃস্থ মহিলা, শিশুদের খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করা। প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন ডঃ শ্যমাপ্রাসাদ মুখোপাধ্যায়, ডঃ বিধানচন্দ্র রায়, সীতা চৌধুরী, সরোজিনী নাইডু, লেডি প্রতিমা মিত্র, লেডি অবলা বসু প্রমুখরা। সীতা চৌধুরী এই মেয়েদের বিভিন্ন হাতের কাজ শেখানোর ব্যবস্থা করেন। যেমন, ব্লক প্রিন্টিং, বাটিকের কাজ, সেলাই, এমব্রয়ডারি, কাঁথা সেলাই, তাঁত বোনা, খাবার সংগ্রহ, বই বাঁধানো, ক্যান্টিন চালানো ইত্যাদি।
সমাজে পিছিয়ে পড়া নারীদের আলো দেখানো এবং স্বনির্ভর করে তোলাই তাদের উদ্দেশ্য৷ তাঁদের মেশিনে সেলাই, ব্লক প্রিন্টিং, বাটিকের কাজ, সেলাই, এমব্রয়ডারি, কাঁথা সেলাই, তাঁত বোনা, খাবার সংগ্রহ, বই বাঁধানো, ক্যান্টিন চালানো ইত্যাদি জিনিসপত্র তৈরি করানো হয় এবং প্রদর্শনী এবং মেলার মাধ্যমে তা বিক্রির ব্যবস্থা করানো হয়। ১৯৭৭ সালে প্রথম এই বসন্ত মেলার আয়োজন করা হয়েছিল। ২০২২ সালে এটির ৪৫ বছর বর্ষপূর্তি পালন করা হচ্ছে।
এবারের স্প্রিং ফেটে থাকছে এইসব মহিলাদের তৈরি জিনিসপত্র। নারী সেবা সংঘে মেয়েদের জ্যাম, জেলি, আচার, স্যস, বড়ি, পাপড় ইত্যাদি তৈরির ট্রেনিং দেওয়া হয় এবং মার্কেটিংয়ের বন্দোবস্ত করা হয়। মেলাতে এইসব জিনিসগুলিও পাওয়া যাবে। এই বসন্ত মেলার বিশেষত্ব হল, এখানে উপহার দেওয়ার মতো এবং ঘর সাজানোর জন্য একেবারে অন্য রকমের সামগ্রী পাওয়া যায়।
আর যেটা না হলে মেলা জমবেই না, তা হল মুখরোচক খাবারদাবার। জিভে জল আনা নানান খাবার থাকবে মেলায়। মালপোয়া থেকে মোমো, পিঠেপুলি থেকে ফিশফ্রাই এবং আরও অনেক কিছু পাবেন নারী সেবা সংঘের এই মেলায়। নারী সেবার ঠিকানা হল- ১, ১/২এ গড়িয়াহাট রোড (সাউথ) কলকাতা, ৭০০০৬৮।