এবার পুরুলিয়ার জঙ্গলে চিতাবাঘ !

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবার পুরুলিয়ার জঙ্গলে চিতাবাঘ !

নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়ায় চিতাবাঘ। কোটশিলার সিমনিজাবর জঙ্গলে বন দফতরের পাতা ক্যামেরায় দেখা মিলল লেপার্ডের। এই ট্র্যাপ ক্যামেরায় ওই চিতাবাঘ ধরা পড়ার পর পুরুলিয়া বনবিভাগ বাংলা–ঝাড়খণ্ডের জঙ্গল নিয়ে নানা তথ্য সহ ছবি অরণ্য ভবনে পাঠায়। তারপরেই ওই জঙ্গলে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্য বনবিভাগের বন্যপ্রাণ শাখা। স্থানীয় সূত্রে খবর, দু’‌বছর ধরে পুরুলিয়ার এই বনাঞ্চলে গবাদি পশু নিখোঁজ হয়ে যাচ্ছে বলে খবর দেওয়া হয় বনদফতরে। এবার ক্যামেরায় চিতাবাঘের ছবি মিলতেই বনদফতর বিষয়টি বুঝতে পারে। চিতাবাঘ যে রয়েছে তা নিশ্চিত। এখন আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। তাছাড়া দোল–হোলিতে পর্যটকরা এখানে এলে চাপ বাড়বে বলেও মনে করা হচ্ছে। ট্র্যাপ ক্যামেরায় চিতাবাঘের ছবি ধরা পড়ার পর, গ্রামবাসীদের সতর্ক করতে বনদফতরের তরফে প্রচার শুরু হয়েছে।