নিজস্ব সংবাদদাতা : দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস কর্ণাটকের কংগ্রেস নেতা সিএম ইব্রাহিম। দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে তিনি জমা দিলেন তাঁর পদত্যাগ পত্রটি। চিঠিতে জানিয়েছেন,"আমি অবিলম্বে দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।"
সূত্রের খবর, জনতা দলে যোগ দিতে চলেছেন সিএম ইব্রাহিম। শনিবারই হতে পারে যোগদান। অন্যদিকে দল ছাড়া প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া আমার কাছে দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি ইতিমধ্যে সম্প্রদায়ের নেতাদের সাথে আমার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। পাঁচ রাজ্যে লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছে কংগ্রেস। কর্ণাটকেও এর পুনরাবৃত্তি ঘটবে।” নিজেকে আসল কংগ্রেসম্যান উল্লেখ করে তিনি বলেন, “আমার বাবা, মা ও দাদা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। দলটিতে এখন মূল কংগ্রেসিদের অভাব রয়েছে। ১৯৭০ সালের পরে যারা দলে যোগ দিয়েছিল তারা আসল কংগ্রেসম্যান নয়”।