নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ বোরো ধান চাষ করতে গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকার কৃষকদের। চাঁদড়া এলাকায় ১৪-১৫ টি হাতি বেশ কয়েকদিন ধরে নষ্ট করছে ফসল। আর নিয়ম করে হাতির দল প্রতিদিন চাঁদড়ার বিভিন্ন গ্রামের ধান জমি তছনছ করে দিচ্ছে। শুক্রবার রাতে চাঁদড়ার কেশাসোল গ্রামের বেশ কয়েক বিঘা ধান জমি লন্ডভন্ড করে দিয়েছে হাতির দল। প্রতিদিন ওই এলাকার ধান জমিতে নামছে হাতির দল। ধান গাছ যত না খাচ্ছে তার চেয়ে বেশি নষ্ট করে দিচ্ছে। স্বাভাবিক ভাবেই ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের বক্তব্য ১৪-১৫ টি হাতি রয়েছে এলাকায়। শুক্রবার পর্যন্ত বন দফতর জানিয়েছিল ৫-৬ টি হাতি রয়েছে। যা নিয়ে বিতর্ক শুরু হয়। বেশ কয়েক দিন ধরে বিকেলের পর হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয় কিংবা ধান জমিতে চলে আসছে। গ্রামবাসীদের আরও অভিযোগ বন দফতরে খবর দেওয়া হলে বন দফতরের কর্মীরা সময়মত আসছে না। অতি বর্ষণে ধান বা আলু চাষে তেমন লাভ হয়নি বলে দাবি কৃষকদের। এবার খরচ করে সেচের জল দিয়ে বোরো চাষ করা হচ্ছে, কিন্তু ফসল ঘরে তোলার আগেই হাতিতে সব শেষ করে দেওয়ায় ক্ষোভ বাড়ছে কৃষকদের।