নিজস্ব সংবাদদাতাঃ সদ্য সমাপ্ত পুরভোটে বিপুল হারের ধাক্কায় কক্ষপথচ্যুত হয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দল হয়েও ঝুলিতে নেই একটিও পুরসভা। এমনকী ভোট সংখ্যার নিরিখে তারা পিছিয়ে পড়েছে বামেদের থেকেও। জেলায়-জেলায় উঠেছে সবুজ ঝড়। বিরোধীদের প্রায় ধুলিসাৎ করে দিয়েছে তারা। তবে সবুজ ঝড় উঠলেও বাঁকুড়ায় এখনও পুরবোর্ড গঠন করতে পারেননি তৃণমূল। সূত্রের খবর বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, সোনামুখী পুরসভাগুলোতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিল পদ নিয়ে তৈরি হয়েছে নিজেদের মধ্যেই প্রবল অন্তর্দ্বন্দ্ব। এই প্রতিযোগিতায় রয়েছেন প্রাক্তন একাধিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এমনকি প্রাক্তন বিধায়কও। পদ পেতে সকলেই নিজের-নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও সূত্রের খবর। আর এই দ্বন্দ্ব কাটিয়ে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান কে হবেন তা স্থির করতে রীতিমত কালঘাম ছুটছে তৃণমূলের বাঁকুড়া জেলা ও রাজ্য নেতৃত্বের।