নিজস্ব সংবাদদাতা : বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি বিরোধী দলগুলিকে এক হতে হবে বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকে ভরসা করা যায় না বলেও কটাক্ষ করেছিলেন। এবার পাল্টা মুখ খুললেন অধীর চৌধুরী। তিনি বলেন, ''কেন কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করছেন? কংগ্রেস না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকের জন্ম হত না। তার এই মনে রাখা উচিত। তারা বিজেপিকে খুশি করতে গোয়ায় গিয়েছিল, কংগ্রেসকে হারাতে হয়েছিল। আপনি গোয়ায় কংগ্রেসকে দুর্বল করেছেন, এটা সবাই জানেপাগলকে জবাব দেওয়া ঠিক নয়।সারা ভারতে কংগ্রেসের ৭০০ জন বিধায়ক রয়েছেন। দিদির কাছে আছে? বিরোধীদের মোট ভোটের ২০ শতাংশ রয়েছে কংগ্রেসের। তার কাছে আছে? তিনি বিজেপিকে খুশি করতে এবং তার এজেন্ট হিসাবে কাজ করার জন্য এটি বলছেন।''