ভেজাল কোল্ড ড্রিঙ্ক তৈরির দায়ে গ্রেফতার ১

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভেজাল কোল্ড ড্রিঙ্ক তৈরির দায়ে গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতাঃ বহুজাতিক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার নামের আড়ালে চলছিল নকল পানীয় তৈরির রমরমা ব্যবসা। দীর্ঘদিন ধরে সেই নকল পানীয় বাজারজাত করে মুনাফা লুটছিল অসাধু এক ব্যবসায়ী। পানীয় সংস্থার অভিযোগে অবশেষে পর্দাফাঁস ভুয়ো পানীয় প্রস্তুতকারী কারখানার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকার অন্তর্গত কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত এলাকার শিমুলতলায়। গ্রেফতার করা হয়েছে কারখানার মালিক তথা মূল অভিযুক্ত সইফুল লস্কর নামের এক ব্যক্তিকে। শনিবার তাকে তোলা হবে আলিপুর আদালতে। এছাড়াও, কারখানার ভিতর থেকে উদ্ধার করা হয়েছে সংস্থার বিভিন্ন নামী পানীয়র ভেজাল ভর্তি ৪৭৯টি বোতল। সঙ্গে ১ হাজার ১৯২টি খালি বোতল, ২ হাজার ৩৪০টি ঢাকনা এবং ২ বোতল সিরাপ। অবৈধভাবে বহুজাতিক সংস্থার নাম ও ব্র্যান্ডিং ব্যবহার করে পানীয় প্রস্তুত করার অভিযোগ দায়ের করা হয়েছে সাইফুলের বিরুদ্ধে। তবে এই ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।