নিজস্ব সংবাদদাতাঃ ফের মধ্যবিত্তের মাথায় হাত পড়ল। ইপিএফএ কমল সুদ। জানা গিয়েছে ৮.৫ শতাংশ এপিএফ-এ সুদের হার কমে দাঁড়াল ৮.১ শতাংশে। এই নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। তাঁরা জানিয়েছেন, ইপিএফ-এ সুদের হার কমানো খুবই বিপজ্জনক। এতে মধ্যবিত্তের সঞ্চয়ের ওপর কোপ পড়বে। অন্যদিকে এই নিয়ে বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, বিপদে পড়বেন সাধারণ মানুষ। চার রাজ্যে বিজেপিকে জেতানোর উপহার এটা।