নিজস্ব সংবাদদাতাঃ ফের ভাটপাড়ায় উদ্ধার প্রচুর বোমা। বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বাড়ির একেবারে কাছেই প্রচুর বোমা উদ্ধার হয়েছে শনিবার সকালে। ভাটপাড়ার মেঘনা মোড়ের কাছে তৃণমূল কাউন্সিলর সুনীতা সিং-এর বাড়ি থেকে উদ্ধার হয়েছে অন্তত ৪৫ টি বোমা। ঘটনাস্থল ঘিরে রেখেছে জগদ্দল থানার পুলিশ। ভাটপাড়ায় বোমা উদ্ধার হওয়ার ঘটনা প্রথম নয়। আগেও একাধিকবার একই অভিযোগ উঠেছে। তবে পুরভোটের পর ফের একই ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠেছে সাংসদের নিরাপত্তা নিয়ে। আরও একবার অর্জুন সিং দাবি করেছেন, নবান্নে বসে তাঁকে খুনের ছক কষা হচ্ছে। সাংসদের বাড়ির চারপাশে রয়েছে একাধিক সিসিটিভি। তারপরও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।