শহর দখলে নয়া চাল রুশ সেনার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শহর দখলে নয়া চাল রুশ সেনার

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের উপর লাগাতার আক্রমণ চলছে। এবার নতুন ফাঁদ পাতল রাশিয়া। শক্তিতে নয়, শহরের মেয়রদের অপহরণ করে ইউক্রেন দখলের চেষ্টা চালাচ্ছে রুশ সেনা, এমনটাই দাবি স্থানীয় প্রশাসনের। শুক্রবার দক্ষিণ ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়রকে অপহরণ করে নেওয়ার অভিযোগ করা হয়। অভিযোগ করেন খোদ প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনের শীর্ষ আধিকারিকরা। ইউক্রেনের পার্লামেন্টের তরফে টুইট করে জানানো হয়, প্রায় ১০০ জনেরও বেশি রুশ সেনা মিলে ইউক্রেনের মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরোভকে অপহরণ করে নিয়েছেন। তবে তিনি শত্রুপক্ষের সামনে মুখ খুলতে বা তাদের কোনও সহযোগিতা করতে অস্বীকার করেছেন বলেই জানানো হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “এটা স্পষ্টতই বিরোধীদের দুর্বলতার প্রতীক… তারা সন্ত্রাসের এক নতুন পর্যায়ে পৌঁছেছে, যেখানে তারা স্থানীয় ইউক্রেনীয় প্রশাসনের প্রতিনিধিদের সরিয়ে ফেলার চেষ্টা করছে। মেলিটোপেলের মেয়রকে আটকে রাখা অপরাধ। এটা কেবল নির্দিষ্ট কোনও এক ব্যক্তি, কোনও জনগোষ্ঠী বা ইউক্রেনের বিরুদ্ধে অপরাধ নয়, বরং গোটা গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ…. রাশিয়ান অনুপ্রবেশকারীদের আচার-আচরণকে ইসলামিক স্টেট জঙ্গিদের সমগণ্যই করা হবে।”