নিজস্ব সংবাদদাতাঃ চারবার বৈঠকেও সমাধান মেলেনি। গতকাল তুরস্কে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকও ব্যর্থ। যুদ্ধবিরতি নিয়ে কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া ও ইউক্রেন। তাদের অভিযোগ, ‘নিষিদ্ধ অস্ত্র’ ব্যবহার করে চলেছে রাশিয়া। এবিষয়ে ক্রেমলিন কিছু বলার আগেই ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক একটি টুইট করে। তাতে দাবি করা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রক তাদের কাছে ‘নিশ্চিত করে’ জানিয়েছে, ইউক্রেনে তারা ‘টিওএস-১এ অস্ত্র ব্যবস্থা’ প্রয়োগ করেছে। এই অস্ত্রে ‘থার্মোবারিক রকেট’ বা ‘ভ্যাকিউম বোমা’ ব্যবহার করা হয়। যা অন্য বিস্ফোরকের থেকে বহু গুণ বেশি বিধ্বংসী। শুধু মারিয়ুপোল নয়, নিপরো শহরেও আজ তিন বার আকাশপথে হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনের দাবি, একটি কিন্ডারগার্টেন, একটি আবাসন ও এক জুতোর কারখানায় বোমা ফেলে রুশ বাহিনী।