একাধিক ভুল চিন্তা এবার বন্ধ করুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
একাধিক ভুল চিন্তা এবার বন্ধ করুন


নিজস্ব সংবাদদাতাঃ গর্ভবতী হওয়ার পর থেকে মা হওয়া পর্যন্ত সময়ে মহিলাদের শরীরের মধ্যে নানা পরিবর্তন ঘটে। নানা রকম হরমোনের মাত্রা এদিক-ওদিক হয়ে যায়। ফলে অনেকেই দুর্বল হয়ে পড়েন আবার কারও কারও ওজন খুব বেড়ে যায়। সেক্ষেত্রে একটা সমস্যা বেশিরভাগ মহিলার মধ্যেই দেখা যায়, তা হল নিজের শরীর নিয়ে একটা হীনমন্যতায় ভোগা। ‘আমি মোটা হয়ে গিয়েছি’, ‘আমার ভুঁড়ি হয়েছে’, ‘আমার পেটে স্ট্রেচমার্কস দেখা যাচ্ছে’ – এরকম নানা ভুলভাল চিন্তা মাথায় ঘোরে। ফলস্বরূপ, শারীরিক মিলনের (sex) ক্ষেত্রে তাঁদের আগ্রহ কমে যায়। এই সব না ভেবে, নিজের শরীর নিয়ে হীনমন্যতায় না ভুগে, সেক্স লাইফ উপভোগ করুন।