নিজস্ব সংবাদদাতা : মানুষের রায় মেনে নিয়েছে দল। উত্তর প্রদেশে ক্ষমতায় ফিরতে না পারলেও গতবারের তুলনায় আসন সংখ্যা আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে সমাজবাদী পার্টির। এ প্রসঙ্গে দলের তরফে জানানো হয়েছে যে অখিলেশ যাদব এবং এসপি জনগণের আদেশ গ্রহণ করেছে। আসন সংখ্যা ২.৫ গুণ বৃদ্ধি পেয়েছে এবং ভোট ভাগে ১.৫ গুণ বৃদ্ধির জন্য আমরা ইউপির জনগণকে ধন্যবাদ জানাই। ফলাফলগুলি দেখিয়েছে যে বিজেপির আসন সংখ্যা হ্রাস পেতে পারে এবং এই পতন অব্যাহত থাকবে।