নিজস্ব সংবাদদাতা : রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।তবে, নতুন মন্ত্রীসভা গঠিত না হওয়া পর্যন্ত তাঁর ছুটি নেই বলেই জানিয়েছেন তিনি। রাজ্যপাল তাঁকে কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন। অন্যদিকে, এনপিপির সঙ্গে বিজেপি জোটে যাচ্ছে না বলেও জানান তিনি। বলেন, ''এনপিপির সঙ্গে কোনো জোট করতে যাচ্ছি না। এনপিএফ এবং কিছু স্বতন্ত্র প্রার্থীও আমাদের সমর্থন করার জন্য তাদের ইচ্ছা প্রকাশ করেছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।''