নিজস্ব সংবাদদাতাঃ ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজারের অভিযোগ, ক্রেডিট কার্ড খোয়ানোর কিছুদিন পরেই ব্যাঙ্ক কর্মী পরিচয়ে ফোন করে কার্ড সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। এরপর অভিযোগকারিণীর কাছে ক্রেডিট কার্ডের ১ লক্ষ ৭২ হাজার ৮৮৪ টাকার বিল আসে। খোঁজ নিয়ে জানা যায়, নয়ডা ও গুরুগ্রামে ব্যবহার করা হয়েছে ওই ক্রেডিট কার্ড। তদন্তে নেমে দিল্লি থেকে জ্ঞানদীপ দীক্ষিত নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।