নিয়মিত আইসিডিএস কেন্দ্রের দিদিমণি আসেন না অভিযোগ অভিভাবকদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিয়মিত আইসিডিএস কেন্দ্রের দিদিমণি আসেন না অভিযোগ অভিভাবকদের

নিজস্ব সংবাদদাতাঃ  নিয়মিত অন্ডালের হনুমান ডাঙ্গা আইসিডিএস কেন্দ্রের দিদিমণি আসেন না অভিযোগ অভিভাবকদের । এই অভিযোগে বৃহস্পতিবার সকালবেলা সংশ্লিষ্ট আই সি ডিএস কেন্দ্রের সামনে জমায়েত হন এলাকার অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ স্কুলের দিদিমণি মর্জিমাফিক স্কুলে আসেন । কখনও সপ্তাহে একবার বা কখনো দুই বার স্কুলে নিজের কাজে আসেন দিদিমণি।স্থানীয় বাসিন্দা তথা হনুমান ডাঙ্গা আইসিডিএস কেন্দ্রের অভিভাবক বুড়ি বাদ্যকর ,কালিদাসী কোড়া রা জানান যে আইসিডিএস কেন্দ্রের দিদিমণি মর্জিমাফিক স্কুলে আসেন। ফলে লেখাপড়া হয় না তাঁদের ছেলেমেয়েদের । তবে মিড ডে মিল যিনি রান্না করেন নিয়মিত তিনি এসে সকল ছাত্রছাত্রীদের বাড়িবাড়ি খাবার পৌঁছে দেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা শুধু খাবারটাই চান না ,তাঁরা চান তাঁদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক এবং লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক । স্থানীয়দের একাংশের অভিযোগ দিদিমণি মহিলা তৃণমূলের নেত্রী হওয়ার সুবাদে তার মর্জিমাফিক কাজ করেন । তবে এ ব্যাপারে অভিযুক্ত দিদিমণি সুজাতা বসু সরকার এর সাথে ফোনে কথা বললে তিনি জানান,তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।তার মেয়ের মাধ্যমিক পরীক্ষা চলছে এজন্যই তিনি নিয়ম মেনে সাত দিনের ছুটি নিয়েছেন আর সে জন্যই তিনি স্কুলে যাননি বলে জানান সুজাতাদেবী ।