নিজস্ব সংবাদদাতাঃ গাড়িতে স্টিকারের অপব্যবহার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সত্ত্বেও, কলকাতার রাস্তায় ব্যাপকভাবে কিছু গাড়ি স্টিকার সমেত ঘোরাফেরা করতে দেখা যায়। তেমনই একটি ব্যক্তিগত গাড়িতে লাগানো বিএসএফ-এর স্টিকার নিয়ে রহস্য দানা বেঁধেছে। এএনএম নিউজ একটি ব্যক্তিগত মার্সিডিজ গাড়িকে উইন্ডস্ক্রিনে বিএসএফ স্টিকার লাগানো অবস্থায় দেখেছে। গাড়ির পিছনে একটি পুলিশ স্টিকার লাগানো আছে। প্রশ্ন উঠছে এই গাড়িটি কি কোনও বিএসএফ অফিসারের ? এটা কি বিএসএফের গাড়ি? এ বিষয়ে বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল পঙ্কজ সিং এএনএম নিউজকে জানিয়েছেন, 'বিএসএফ-এর কোনও সরকারি গাড়ির স্টিকার নেই।' পূর্বাঞ্চলের বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক যোগেশ খুরানিয়া বলেন, 'বিএসএফের এ ধরনের গাড়ি নেই। কলকাতায় বেশ কয়েকটি উদাহরণ রয়েছে যেখানে ফ্রোস্টাররা বিকন লাগানো যানবাহনে চলাচল করে এবং তাদের গাড়িতে ভিভিআইপি স্টিকারগুলি প্রদর্শন করে।'