নিজস্ব সংবাদদাতাঃ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন কোনও গ্রহ বক্রি অবস্থায় যায়, তখন ১২ টি রাশির জাতকের উপরই প্রভাব পড়ে। আগামী ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে গোচর করবেন শনি। তারপর আগামী ৫ জুন থেকে সেই রাশিতেই বক্রি হয়ে যাবে। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় মেষ, সিংহ এবং কর্কট এই ৩ রাশির জাতকদের উপর খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল।