সমবায় ব্যাঙ্ক নিয়ে নয়া সঙ্কট-এ যৌনকর্মীরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সমবায় ব্যাঙ্ক নিয়ে নয়া সঙ্কট-এ যৌনকর্মীরা

 
নিজস্ব সংবাদদাতাঃ চিটফান্ডে ভরসা করে সব খোয়ানো যৌনকর্মীরা নির্ভর করেছিলেন তাঁদের নিজস্ব উষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির উপরে। শুধু কলকাতার বিভিন্ন পাড়া নয়, গোটা রাজ্যের প্রায় ৩৭ হাজার যৌনকর্মী এই ব্যাঙ্কের সদস্য। এবারে সেই ব্যাঙ্কই উঠে যাওয়ার ভয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। ডোমজুড়ের যৌনপল্লি থেকে কলকাতার সোনাগাছি, হাওড়া স্টেশন ছেয়ে গিয়েছে পোস্টারে। সেখানে বলা হয়েছে, যৌনকর্মীদের সমবায় ব্যাঙ্কে গচ্ছিত টাকা লোপাট হয়ে যেতে পারে। সুদ-সহ সব টাকা যাতে সকলে ফেরত পান, তা নিশ্চিত করতে সরকারি হস্তক্ষেপেরও দাবি করা হয়েছে। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষও পাল্টা সক্রিয়। তাঁদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে এবং ব্যাঙ্ককে বিপদে ফেলার চেষ্টা চলছে বলে তাঁরা ইতিমধ্যেই পুলিশের কাছে নালিশ জানিয়েছেন।