নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবারই দলবদল করে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশের দলবদল নিয়ে মুখ খোলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী থেকে দিলীপ ঘোষের মত তাবড়-তাবড় নেতারা। আজ বাঁকুড়ার সার্কাস ময়দান এলাকায় সদ্য প্রয়াত এক বিজেপি নেতার বাড়িতে দেখা করতে যান লকেট চ্যাটার্জী। সেখানে গিয়ে তিনি আবারও জয়প্রকাশ-এর দল বদল নিয়ে মুখ খুললেন। লকেট চ্যাটার্জী জানান, 'আরও তিন-চারজন জয়প্রকাশ দলের মধ্যে আছে। তাঁদের দ্রুত চিহ্নিত করা হবে'।