নিজস্ব সংবাদদাতাঃ সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থ দফতরের অনুমতি ছাড়া অন্য কোনও খরচ নয়। করোনা আবহে খরচ বেড়েছে, তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, সরকারি অফিসের জন্য গাড়ি, কম্পিউটার, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সরঞ্জাম, আসবাবপত্র, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, ওয়াটার কুলার, টিভি এবং অফিস সামগ্রী ইত্যাদি কেনা যাবে না। আর নবনির্মিত স্কুল, কলেজ, গ্রন্থাগার এবং অন্যান্য প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে কেনার ক্ষেত্রে লাগবে অর্থ দফতরের অনুমোদন। এমনকী অফিস ভবন, আধিকারিকদের বসার ঘর সংস্কার, সাজানোয় খরচ করা যাবে না।