নিজস্ব সংবাদদাতাঃ তেল উত্তোলনের জন্য মাটি খননের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। মেঘা ইঞ্জিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্টাকচার লিমিটেড এবারে রাজমুন্দ্রি অ্যাসেটের ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা 'ওএনজিসি'-এর হাতে বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন ২ হাজাক হর্সপাওয়ারের বিশেষ যন্ত্র তুলে দিচ্ছে বলে জানা গিয়েছে। পূর্ব ও পশ্চিম গোদাবরী জেলার ভিমাভরমের রাজামুন্দ্রিতে তেল ও গ্যাসে সংক্রান্ত বিশেষ কাজ করে 'ওএনজিসি'। এই প্রথম স্বদেশীয় পদ্ধতিতে তৈরি ও বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এই বিশেষ তেল উত্তোলক রিগটি তৈরি করা হয়েছে।