কাঁথি,নিউজ ডেস্কঃ কাঁথির মূখ ও বধির ঈশিতা, মনের জোরেই দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা।কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয় থেকে এ বছরের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে।
মূখ বধির হলে কি হবে পড়াশোনার একাগ্রতা তার প্রখর। ছোটোবেলা থেকেই মূখবধির প্রতিবন্ধী স্কুলে পড়াশুনা করেছে সে। তারপর কাঁথি ব্রাম্ভবালিকা বিদ্যালয়ে পঞ্চমশ্রেণী থেকে অন্যান্য সহপাঠীদের সঙ্গে নিজের জ্ঞান ক্ষমতায় প্রতিবন্ধকতাকে দুরে সরিয়ে ইশারার মাধ্যমে পড়াশুনা করে এসেছে।
আজ সে সুযোগ পায় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার। সেই সুযোগকে কাজে লাগিয়ে একাগ্রতার সাথে মনযোগে পরীক্ষার প্রস্তুতিতে মগ্ন মূখ ও বধির ঈশিতা।পড়াশোনার পাশাপাশি বাড়ির সমস্ত কাজেও নিপুনা হয়ে উঠেছে কাঁথির ঈশিতা মন্ডল।