নিজস্ব সংবাদদাতা : হিমাচলের বীর বিলিংয়ে প্ল্যারাগাইডিং দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ। কাংড়ার ডিসি জানিয়েছেন, পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেওয়া হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে হিমাচল প্রদেশের কাংড়া জেলার বীর বিলিং-এ প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। জখম একজন। জানা গিয়েছে, আকাশ আগরওয়াল নামে এক ব্যক্তি তার পাইলট বিকাশ কাপুরের সাথে একটি প্যারাগ্লাইডারে উঠছিলেন। হেল্পার রাকেশ কুমার, যিনি গ্লাইডারটিকে ধাক্কা দিচ্ছিলেন, তিনি একটি দড়িতে জড়িয়ে পড়েন যার কারণে গ্লাইডারটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং আকাশ ও রাকেশ উভয়েই ২৫-৩০ ফুট উচ্চতা থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। জখম হয়েছেন পাইলট। এই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কাংড়ার পুলিশ সুপার কে শর্মা বলেছেন, পুলিশ প্যারাগ্লাইডারের সাথে সংযুক্ত ভিডিও ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে। পাইলটের লগবুকও পরীক্ষা করা হচ্ছে।