নিজস্ব সংবাদদাতা : সরকারি দফতরগুলিতে শূন্যপদের সংখ্যা জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি রাও। তিনি জানিয়েছেন, ''সরাসরি নিয়োগের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ৯১,১৪২টি। ১১,১০৩ জন চুক্তিভিত্তিক কর্মীকে নিয়মিত করার পরে সরাসরি নিয়োগের জন্য থাকবে ৮০,০৩৯টি পদ।''