নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভার বাজেট অধিবেশনকে ঘিরে সরকার পক্ষ ও রাজভবনের সংঘাত আবারও চরমে পৌঁছল। বিধানসভায় গোলমালের জন্য শাসক পক্ষের দিকে আঙুল তুলে স্পিকারকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিন দিনের মধ্যে এই ব্যাপারে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন তিনি। অন্যদিকে রাজ্যপালের এমন বক্তব্য ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়ে জবাবি চিঠি পাঠিয়ে দিয়েছেন স্পিকার বিমানবাবু। অধিবেশনের ব্যস্ততার জন্য তিন দিনের মধ্যে রাজভবনে দেখা করতে যাওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি।