ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ধুলিস্যাৎ পাকা বাড়ি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ধুলিস্যাৎ পাকা বাড়ি

হরি ঘোষ, জামুড়িয়া:  ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর গোয়ালপাড়ায়।। বিস্ফোরণের জেরে ধুলিস্যাৎ একটি পাকা বাড়ি ও ক্ষতিগ্রস্ত আরো বেশ কয়েকটি বাড়ি। আহত ৭ জন। হাসপাতালে পরিষেবা না থাকায় ব্যাপক বিক্ষোভ স্থানীয়দের। প্রায় ঘন্টাখানেক হরিপুর জামুড়িয়া মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বিস্ফোরণের জেরে রুপম মন্ডল (১০) নামে এক নাবালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পরিবারের সদস্য দয়াময় মন্ডল জানান "সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট নাগাদ রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। নেভানোর চেষ্টা করা হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। যার জেরে তাদের পাকা বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। পাশাপাশি আরও বেশ কয়েকটি ঘরে ফাটল দেখা দেয়।"  স্থানীয় রামপ্রসাদ পাল, সুকুমার বাবু জানান বিকট শব্দ শুনে তারা ছুটে আসেন। তারা দেখেন বাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ধ্বংসস্তুপের ভিতর এক শিশুসহ ৬ জন চাপা পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে আহতদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ আহতদের হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক, নার্স বা অন্যান্য কর্মীদের দেখা মেলেনি। হাসপাতাল কতৃপক্ষকে বারবার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার কথা বললেও প্রায় ঘণ্টাখানেক অ্যাম্বুলেন্স আসেনি। যার ফলে একাধিক আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটে।

অবশেষে পুলিশের হস্তক্ষেপে গুরুতর আহতদের অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হয়। ঘন্টাখানেক পথ অবরোধের পর বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।