নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক নারী দিবসে কচ্ছ উপকূলে মহিলা সাধু শিবির আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, ''১৯৭১ সালের যুদ্ধে, ভুজে আমাদের বিমানঘাঁটি শত্রুদের দ্বারা ধ্বংস হয়েছিল; তখন কচ্ছের মহিলারা ভারতীয় সেনাবাহিনীর লড়াইয়ের সুবিধার্থে তাদের জীবনের পরোয়া না করে রাতারাতি একটি বিমানঘাঁটি তৈরি করে। এটি ঐতিহাসিক। দেশের অগ্রাধিকার আজ ভারতের উন্নয়ন যাত্রায় মহিলাদের পূর্ণ অংশগ্রহণের মধ্যে নিহিত, এই কারণেই আমরা আমাদের মহিলাদের সমস্যাগুলি হ্রাস করার উপর জোর দিচ্ছি, আমরা আমাদের স্বচ্ছ ভারত মিশনের অধীনে ১১ কোটিরও বেশি শৌচাগার তৈরি করেছি।আমরা মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করেছি। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার জন্য আমরা কঠোর আইন করেছি। ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে। সরকার মেয়েদের বিয়ের বয়স ২১ বছর করার চেষ্টা করছে। আজ, দেশ সশস্ত্র বাহিনীতে মেয়েদের জন্য বৃহত্তর ভূমিকা নিয়েছে। সৈনিক স্কুলে মেয়েদের ভর্তি শুরু হয়েছে। মেয়েদের উৎসাহিত করতে বেটি বাচাও বেটি পড়াওতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।''