নিজস্ব সংবাদদাতা : অপারেশন গঙ্গার অধীনে ৪১০ জন ভারতীয়কে আজ সুসেভা থেকে দুটি স্পেশাল বেসামরিক বিমানে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে বিশেষ বিমানে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে প্রায় ১৮,০০০ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে বলে জানাল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। আরও জানানো হয়েছে যে ৭৫টি বিশেষ বেসামরিক ফ্লাইট দ্বারা এয়ারলিফট করা ভারতীয়দের সংখ্যা ১৫,৫২১-এ পৌঁছেছে। অপারেশন গঙ্গার অংশ হিসেবে আইএফ ২৪৬৭ জন যাত্রীকে ফিরিয়ে আনার জন্য ১২ টি বিমান পাঠায়। সেই সঙ্গে ৩২ টন ত্রাণ সামগ্রী বহন করে। অন্যদিকে, বেসামরিক বিমানগুলির মধ্যে, ২১টি বিমানে বুখারেস্ট থেকে ফিরেছেন ৪৫৭৫ জন ভারতীয়, সুসেভা থেকে ৯টি বিমানে ফিরেছেন ১৮২০ জন, বুদাপেস্ট থেকে ২৮টি বিমানে ফিরেছেন ৫৫৭১ জন, কোসিস থেকে ৫টি বিমানে ফিরেছেন ৯০৯ জন, ১১টি বিমানে ২৪০৪ জন ভারতীয় রজেসজো থেকে ও কিভ থেকে ফিরিয়ে আনা হয়েছে ২৪২ জনকে।