নিজস্ব সংবাদদাতাঃ বাংলা সিনেমা, সিরিয়ালের বর্তমানে অতি জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া। বাংলার ঘরে ঘরে সে করুণাময়ী রানী মা। যদিও তার ধারাবাহিক শেষ হয়েছে অনেকদিন তবুও দর্শক মনে সে এখনও বিরাজ করে রানী মা হিসাবেই। এবার ইনস্টাগ্রামে তার নয়া ট্র্যাডিশনাল লুক মন কেড়েছে ভক্তদের। দেখেনিন সেই লুক-