নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার তৃণমূলে যোগ দেন প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন জয়প্রকাশ। আর এই নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি তাঁর এহেন সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দিয়েছেন। তিনি বলেন, 'জয়প্রকাশের দলবদলের সিদ্ধান্ত ভুল। আমরা সবাই মিলে ওনাকে অনুরোধ করেছিলাম যাতে তিনি দলে থাকেন। তবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কথা ভেবে, দলের কথা না ভেবে অন্য দলে যান তাহলে কিছু করার নেই।'