নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার ক্রীড়া মহলকে সমগ্র বিশ্ব নিষিদ্ধ করেছে রাশিয়ার ইউক্রেনের প্রতি আগ্রাসনের জন্য। তারওপর আবার রাশিয়ার একজন বছর ২০র তরুণ জিমন্যাস্ট আবারও রাশিয়ান ক্রীড়ামহলকে বিপদের মুখে ফেললো। দোহায় বিশ্বকাপ চলছিল। রাশিয়ার এই তরুণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তাঁর নিজের দেশের পতাকা ব্যবহারের অনুমতি ছিল না। সেই তরুণ এই বিশ্বকাপের মঞ্চে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পায়। কিন্তু বিপত্তি বাধে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়। তাঁর জামায় Z বলে লেখা দেখা যায়। যেটার মানে বোঝায় ইউক্রেনের প্রতি রাশিয়ার আগ্রাসনকে সে সমর্থন করছে। এই মুহূর্তে ঐ জিমন্যাস্টকে অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করা হয়েছে।