যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ১.২৫ কোটি টাকা সাহায্য মোরারি বাপুর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ১.২৫ কোটি টাকা সাহায্য মোরারি বাপুর

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গুজরাতের আধ্যাত্মিক প্রচারক মোরারি বাপু। যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সমবেদনা জানিয়েছেন যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি। যুদ্ধে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য স্বরূপ ১.২৫ কোটি টাকা অনুদানের উদ্যোগ নিয়েছেন তিনি। লোনাভালায় রাম কথার সময় সরকারের কার্যকরী উদ্ধার অভিযানের প্রশংসা করে এক বিবৃতিতে বাপু জানিয়েছেন,"'মিশন গঙ্গা'-এর অধীনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকার যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ছাত্রদের উদ্ধারে চমৎকার কাজ করছে।"

প্রসঙ্গত, এর আগে অযোধ্যায় রামমন্দির নির্মাণের সময় বিশ্ববাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। সেই মতো তাঁর ট্রাস্টে জমা পড়েছিল ১৯ কোটি টাকা। এর মধ্যে ৯ কোটি টাকা দিয়েছেন বিদেশি ভক্ত ও সমাজসবীরা। তবে সেই অর্থ ভারতে প্রেরণ করা যায়নি বিদেশি অনুদানের বিষয়ে কিছু ছাড়পত্র প্রয়োজন বলে। সেই ভাবেই ১.২৫ কোটি টাকা এখন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্য স্বরূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।