ওপার বাংলাতেও পালিত হচ্ছে নারী দিবস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ওপার বাংলাতেও পালিত হচ্ছে নারী দিবস


হাবিবুর রহমান, ঢাকাঃ
লৈঙ্গিক সমতার উদ্দেশ্যে আজ ৮ মার্চ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বাংলাদেশে নারী দিবসটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়েছে। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী পালিত হয়েছে দিনটি।

এ বছরের নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। নারীর প্রতি সবরকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক। “নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা”—এই প্রতিপাদ্যে এ বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। নারী দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।