নিজস্ব সংবাদদাতা : ইভিএমে কারচুপি রুখতে দূরবীনে চোখ রেখেছেন সমাজবাদী পার্টির প্রার্থী যোগেশ ভার্মা। মীরাট জেলার হস্তিনাপুর কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইতে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনী রেজাল্টের আগে স্ট্রং রুমের ওপর এভাবেই কড়া নজরদারি চলছে। এ প্রসঙ্গে যোগেশ ভার্মা জানিয়েছেন,"পার্টির প্রধান ইভিএম স্ট্রংরুম এবং এর চারপাশে অন্যান্য গতিবিধির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন। আমরা ৮ ঘন্টার তিনটি শিফটে কাজ করব। আমরা এক্সিট পোলে বিশ্বাস করি না, অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হবেন। আমরা সরকার গঠন করব।”