নিজস্ব সংবাদদাতা : ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ১.৭৭ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করল হরিয়ানা সরকার। এক দিকে বাজেট পেশ, অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ দিনটিতে হরিয়ানার কন্যা তথা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি বলেন, "আজ আন্তর্জাতিক নারী দিবস। আজ, আমরা আমাদের মাতৃশক্তির সামাজিক, অর্থনৈতিক, খেলাধুলা, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জন উদযাপন করছি। হরিয়ানার মহিলারা গত কয়েক বছরে বিশেষ করে খেলাধুলা ও রাজনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। হরিয়ানার কন্যা প্রয়াত সুষমা স্বরাজ ছিলেন ভারতের সকল নারীর জন্য অনুপ্রেরণা।” সেই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসে কৃতী মহলাদের জন্য 'সুষমা স্বরাজ' পুরস্কারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। প্রাপককে ৫ লক্ষ টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া তিনি হরিয়ানা মাতৃশক্তি প্রকল্প, সহভাগিতা প্রকল্পের ঘোষণাও করেছেন। গত অর্থবর্ষের তুলনায় এ বছর বাজেটে বরাদ্দ বেড়েছে ১৫.৬ শতাংশ। স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৮,৯২৫.৫২ কোটি টাকা।