নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া ১০/১ গ্রাম পঞ্চায়েতে অধীন কালুয়া এলাকায় বেশ কয়েকটি পরিবারকে বয়কটের মুখে পড়তে হয়েছিল। যেখানে শাসক দলের প্রধান ও উপপ্রধানের নাম জড়িয়েছে আর এই মর্মে ওই পরিবার গুলি থানা এবং বিডিওকে লিখিত অভিযোগও জানিয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ ছিল।আর এই ঘটনার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর সেই এলাকায় গিয়ে উপস্থিত হন ডেবরার বিডিও সিঞ্জনী সেনগুপ্ত। তিনি জানান, 'ডেবরার কালুয়াতে যে সমস্যা ছিল আমরা তা সমাধান করে দিয়েছি। আমি নিজে গিয়ে ওই এলাকার পরিবার গুলির সঙ্গে কথা বলেছি। বর্তমানে ওনাদের আর কোনো সমস্যা নেই। এই নিয়ে ওনাদের থানায় একটা জিডিও করতে বলেছি। আর এর পরেও যদি কেউ এই ধরনের বয়কটের পরিবেশ সৃষ্টি করে আমরা প্রশাসনিকভাবে কড়া হাতে হস্তক্ষেপ করবো।'