নিজস্ব সংবাদদাতা : ভুয়ো ওয়েবসাইটের হাত থেকে তীর্থযাত্রীদের বাঁচাতে শুধুমাত্র বৈষ্ণোদেবী অ্যাপের মাধ্যমে বুকিংয়ের পরামর্শ দিচ্ছে মন্দিরের শ্রাইন বোর্ড। শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট-এ তীর্থযাত্রীদের বিবরণ বুক করার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের সিইও রমেশ কুমার বলেছেন, 'বুকিং শুধুমাত্র আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মন্দির বোর্ডের মোবাইল অ্যাপ্লিকেশনে করা যেতে পারে। যারা মাতা বৈষ্ণো দেবী জি কাটরার পবিত্র মন্দিরে তীর্থযাত্রা করার পরিকল্পনা করছেন তাদের জন্য ই-যাত্রা স্লিপ বাধ্যতামূলক। ই-যাত্রা স্লিপটি শ্রী মাতা বৈশো দেবী শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট 'www.maavaishnodevi.org' এবং মোবাইল অ্যাপ 'MATA VAISHNODEVI APP'-এর মাধ্যমে তৈরি করা যেতে পারে।' কোভিড পরিস্থিতিতে যাত্রার জন্য বোর্ডের তরফে বলা হয়েছে, তীর্থযাত্রীদের সঙ্গে একটি সম্পূর্ণ কোভিড ভ্যাকসিনেশন শংসাপত্র থাকতে হবে নয়তো, যাত্রার ৭২ ঘণ্টা আগে করানো আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে যেতে, তা ছাড়া তীর্থযাত্রা করার অনুমতি দেওয়া হবে না। মাস্ক ব্যবহার থেকে যাবতীয় কোভিড বিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের। মন্দিরে যাত্রার সময় স্যানিটাইজার ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে। শ্রাইন বোর্ডের তরফে এও জানান হয়েছে যে শ্রাইন বোর্ড কাটরা-সাঞ্জিছত-কাটরা থেকে হেলিকপ্টার বুকিংয়ের জন্য কোনও প্রাইভেট ট্রাভেল এজেন্ট/এজেন্সি অনুমোদন করেনি। হেলিকপ্টারের অনলাইন বুকিং শুধুমাত্র শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেই করা যাবে। তীর্থযাত্রীদের কোনো কিছু জানার থাকলে (২৪*৭)০১৯৯১-২৩৪৮০৪ - এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।