মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের পথ মসৃণ রাখতে হাতির গতিপথে ঢাল হয়ে দাঁড়ালেন বনকর্মীরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের পথ মসৃণ রাখতে হাতির গতিপথে ঢাল হয়ে দাঁড়ালেন বনকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। জঙ্গলের রাস্তায় যাতায়াতের সময় পরীক্ষার্থীরা যাতে কোন সমস্যার সম্মুখীন না হয়, তার জন্য সতর্ক ছিল বন দফতর। সোমবার সকাল থেকেই জঙ্গলের রাস্তায় টহল দেয় বনকর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলের যেসব রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে, সেই রাস্তায় ঐরাবত গাড়ি নিয়ে বনকর্মীরা পাহারায় ছিলেন। জেলার জঙ্গল পথে সমস্যা বলতে মূলত হাতির উপদ্রব। মেদিনীপুর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে বিক্ষিপ্তভাবে ১০ টি হাতি ঘোরাফেরা করছে। মাঝে মধ্যে জঙ্গল ছেড়ে রাস্তায় চলে আসে হাতির দল। পরিস্থিতির উপর নজর রেখে এদিন হাতির গতিপথের রাস্তায় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন বনকর্মীরা। চাঁদড়া, পিড়াকাটা, আড়াবাড়ি, গোদাপিয়াশাল রেঞ্জের জঙ্গল পথে পাহারা দিতে দেখা গিয়েছে আধিকারিক এবং বনকর্মীদের। পিড়াকাটার রেঞ্জার লক্ষীকান্ত মাহাতো জানান, শালবনীর মধুপুরের জঙ্গল রাস্তায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে বন্যপ্রাণী দ্বারা বাধা সৃষ্টি না হয় তার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত বনকর্মীরা নজরদারি চালিয়েছেন। একই রকম ভাবে গুড়গুড়িপালের ভাদুলিয়ার জঙ্গলে ঐরাবত গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন বনকর্মীরা। গোদাপিয়াশালের জঙ্গল রাস্তায় ছিলেন বনকর্মীরা। গোদাপিয়াশালের বিট অফিসার প্রদীপ হালদার জানান, এই মুহূর্তে এই এলাকায় হাতি নেই। তাও আমরা ছিলাম যাতে অন্য কোনো বন্যপ্রাণী দ্বারা ছাত্র-ছাত্রীদের বাধার সম্মুখীন হতে না হয়। নির্বিঘ্নে জীবনের প্রথম বড় পরীক্ষার দিনে জঙ্গলের পথে স্বাভাবিক যাতায়াত করতে পেরে খুশি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা।