নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার ইউক্রেনের প্রতি আগ্রাসনকে ধিক্কার জানাচ্ছে গোটা বিশ্ব। বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে ক্রীড়াঙ্গন। সব জায়গা থেকে বাদ পড়ছে পুতিন ও পুতিনের রাষ্ট্র। কিছুদিন আগেই পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিয়েছিল বিশ্ব তায়কোন্ডো সংস্থা। এবারে আন্তর্জাতিক জুডো ফেডারেশন সব রকমের জুডো পজিশন থেকে ভ্লাদিমির পুতিনকে বহিষ্কৃত করলো।