নিজস্ব সংবাদদাতাঃ মিমিকে গ্রেফতার করা হোক, আদালতে এমনটাই দাবি তুললেন দেবাঞ্জনের আইনজীবী। তিনি সওয়াল করেন, “দেবাঞ্জন নিজের পরিবারের লোকদেরও ভ্যাকসিন দিয়েছিলেন। যদিও ভ্যাকসিন নেওয়া অপরাধ হয়, তাহলে তো সাংসদ মিমি চক্রবর্তীকে আগে গ্রেফতার করা উচিত। তিনি তো সবার আগে ভ্যাকসিন নিয়েছিলেন।” এদিকে গতকালই কসবার অফিস ঘরের মালিক অশোককুমার রায়কে গ্রেফতার করা হয়। অভিযোগ, দেবাঞ্জন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়ে তিনি ইন্ট্রোডিউসর ছিলেন। কিন্তু দেবাঞ্জনের আইনজীবী পাল্টা জানান, অশোককুমার না জেনেই কাঁর কসবার ঘর দেবাঞ্জনকে ভাড়া দিয়েছিলেন।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=7709 / https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7706
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm