দিগবিজয় মাহালী, চন্দ্রকোনাঃ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কিভ শহর থেকে বাড়িতে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানালেন চন্দ্রকোনার সেখ ইয়াসিন আলি।বললেন চোখের সামনে দেখেছি কিভাবে উড়ে যাচ্ছে বড় বড় ঘর বাড়ি,নেই হাতে টাকা,শুধু গোলা গুলির শব্দ।রাশিয়ান সৈন্যরা কিভাবে মিসাইল অ্যাটাক করছে তাও দেখেছেন,শিউরে ওঠার মতো সেই দৃশ্য জানালেন বাড়ি ফিরে।এখনো চোখে মুখে আতঙ্কের ছায়া চন্দ্রকোনার যুবক ইউক্রেনে ডাক্তারি পড়ুয়া ছাত্র ইয়াসিন আলির।
আজ সকালে বাড়ি ফিরেছে ইয়াসিন আলি,বাড়ি ফিরতেই চন্দ্রকোনার হাটপুকুর গ্রামে ইয়াসিনের বাড়িতে ইয়াসিন এর সাথে দেখা করতে যান চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী।ইয়াসিনকে কাছে পেয়ে খুশি ইয়াসিনের পরিবারের সদস্যরা।ইউক্রেনের রাজধানী কিভ শহরে ফ্লাটে থাকতো পঞ্চম বর্ষের মেডিক্যাল পড়ুয়া সেখ ইয়াসিন আলি।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের হাটপুকুর গ্রামের বাড়িতে বাবা মা এবং দাদা,এক দিদির বিয়ে হয়ে গিয়েছে।বাবা সেখ মানোয়ার আলি একজন প্রান্তিক চাষি,জমি জায়গা বিক্রি করে মেধাবী ছেলেকে ২০১৭ সালে ইউক্রেনের কিভে পাঠিয়ে ছিলেন ডাক্তারি পড়ার জন্য।যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে কোর্স অসম্পূর্ণ অবস্থায় বাড়ি ফিরে ইয়াসিন ও তার পরিবারের লোকজন স্বস্তি পেলেও আগামী ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ডাক্তারি পড়ুয়া ইয়াসিন।