দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ বাড়ির মধ্যে ফোঁস ফোঁসানি শব্দ, ছুটে গিয়ে গৃহকর্তা দেখেন তার বাড়ির ঘরের বিছানার উপর ২ টি বিষধর সাপে লেগেছে লড়াই। গৃহকর্তা বলেন এ লড়াই এলাকা দখলের লড়াই, আর সাপের লড়াই দেখতে ছুটে আসে এলাকার মানুষজন। ইতিমধ্যে খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে দুই টি বিশাল আকারের বিষধর সাপ উদ্ধার করে নিয়ে যায়। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার খড়ার এলাকায়। জানা যায় খড়ার এলাকার বাসিন্দা অরুপ পারিয়ালের বাড়িতে আজ সকালে একটি খরিশ ও গোখরো সাপের মধ্যে লড়াই লাগে। দীর্ঘক্ষন লড়াইয়ের পরে স্থানীয় মানুষদের চিৎকার-চেঁচামেচিতে বাড়ির একটি গর্তের মধ্যে প্রবেশ করে সাপ গুলি। বন দফতরের উদ্ধারকারী দলের সদস্য মলয় ঘোষ বলেন" সাপ দুটি শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।