নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ছাপ এবারে পড়েছে চেলসির মাঠে। চেলসির মালিক আব্রাহামোভিচ রোমান ১৯ বছরের দায়িত্ব থেকে এবার নিজেকে নিস্তার দিতে চান। এই খবর তিনি বহুদিন আগেই জানিয়ে দিয়েছেন। তারপর থেকেই চেলসির ভবিষ্যৎ নিয়ে উঠেছে বড় প্রশ্ন। কিন্তু চেলসি-কে এবার কিনে নিতে আগ্রহ প্রকাশ করলেন মুসিন বায়াকো।