মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে সাংসদ অভিষেক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে সাংসদ অভিষেক

নিজস্ব সংবাদদাতাঃ অ্যাডমিট কার্ড না পেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছিল। সেই পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফর্ম ফিলাপ করার পরও ওই ছাত্রীর অ্যাডমিট কার্ড আসেনি বলে পরিবারের অভিযোগ। এক বছর নষ্ট হওয়ার আশঙ্কায় গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে ওই ছাত্রী। রবিবার সকালেই ডায়মন্ড হারবারের বাসুলডাঙার এই ঘটনার কথা সামনে আসে। ঘটনা খতিয়ে দেখতে বাসুলডাঙায় ছাত্রীর বাড়িতে পৌঁছান ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে। ভেঙে পড়া ছাত্রী ও তার পরিবারের লোকজনের মুখ থেকে ঘটনার কথা শুনে বিষয়টি এসডিপিও তড়িঘড়ি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোনে জানান বলে সূত্রের খবর। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ছাত্রীর অ্যাডমিট কার্ড পাওয়ার ব্যবস্থা শুরু করেন অভিষেক। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন সাংসদ। এরপরই ছাত্রীর অ্যাডমিট কার্ড পাওয়ার ব্যবস্থা করে মাধ্যমিক পরীক্ষায় বসার ব্যাপারে নিশ্চিত করা হয়। এত টানাপোড়েনের পর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন ডায়মন্ড হারবার গার্লস হাইস্কুলের ছাত্রী মর্জিনা খাতুন। জীবনের বড় পরীক্ষায় বসতে যাচ্ছে মর্জিনা। এসডিপিও মিতুন দে ওই পরীক্ষার্থীর হাতে পেন, খাতা তুলে দেন।