হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু ঝাড়গ্রামে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু ঝাড়গ্রামে





ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটে শনিবার রাতে ঝাড়গ্রামের ইটামাড়োতে। মৃত ব্যক্তির নাম লক্ষী দাস। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা বেলা জমিতে সেচের জল দিতে গিয়েছিলে লক্ষী সহ আরও দু'জন। সেইসময় জমিতে চলে আসে হাতির দল। দু'জন কোনোরকমে পালিয়ে গেলেও লক্ষীকে শুঁড়ে ধরে আছাড় মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উপস্থিত হয়ে হাতিগুলিকে তাড়িয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়রা বলেন, ওই এলাকায় হাতি ছিল না। মেদিনীপুর সদর ব্লক থেকে পাঁচটি হাতি ওইদিন ভোরে মানিকপাড়ার জটিয়ার জঙ্গলে প্রবেশ করে। সন্ধ্যা হতেই কলাইকুন্ডা রেঞ্জ এলাকায় প্রবেশ করে। সেই সময় সম্মুখে পড়ে যায় লক্ষী দাস। ঘটনায় বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তার একদিন আগে নয়াগ্রাম রেঞ্জের কমলাপুকুড়িয়া এলাকায় একটি হাতির মৃত্যু হয়। স্থানীয়দের অনুমান ইলেকট্রিক শকে মৃত্যু হয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।