নিজস্ব সংবাদদাতা : পরিস্থিতির ভয়াবহতা দেখে পুতিনকে থামানোর কথা বললেন জার্মান দূত ওয়াল্টার জে লিন্ডার। তাঁর কথায়, ''এটা একটা ভয়াবহ পরিস্থিতি, তাকে (পুতিন) থামাতে হবে। আমাদের অবস্থান অন্যান্য ইউরোপীয় দেশগুলির মতোই (ইউক্রেনের উদ্বাস্তুদের বিষয়ে)। জার্মানি দৃঢ়ভাবে নিষেধাজ্ঞার প্যাকেজে অংশ নিচ্ছে। রাশিয়ান গ্যাসের উপর আমাদের অনেক নির্ভরশীলতা ছিল কিন্তু আমরা তা হ্রাস করেছি।''