নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের খারকিভে এবং চেরনিহিভ শহরে রাশিয়ার ভারী গোলা বর্ষণ। যুদ্ধের ১১ দিনে রাশিয়ার ইউক্রেনের উপর 'ব্যাপক' আক্রমণ। ৭ ঘণ্টার যুদ্ধ বিরতির পরেই আবার লাগাতার গোলা বর্ষণ রাশিয়া বাহিনীর। কিভ শহরে ক্ষেপণাস্ত্র, গোলাবর্ষণ, গুলি চালায় রাশিয়া। কানিভের জলবিদ্যুৎ কেন্দ্রএবং ব্রিজে রাশিয়ার হামলা। ব্রিজ উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর সঙ্গেই ইউক্রেন সেনা ছাউনিতেও হামলা রাশিয়া বাহিনীর। এর প্রতি-আক্রমণে নিকোলেভে রুশ বিমান ধ্বংস করে ইউক্রেন।