নিজস্ব সংবাদদায়াঃ এবার অসমে শুরু হল ভোটগ্রহণ। জানা গিয়েছে, রবিবার থেকে অসমের ৮০টি কেন্দ্রে পুরভোট শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। রাজ্যে নাগরিক নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ২,৫৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিজেপির ৮২৫ জন, প্রার্থী কংগ্রেসের ৭০৬ জন ও অসম গণ পরিষদ (এজিপি) ২৪৩ জন প্রার্থী রয়েছেন। যোগ্য ভোটারের সংখ্যা ১৬,৭৩,৮৯৯ জন, যার মধ্যে ৮,৩২,৩৪৮ জন পুরুষ, ৮,৪১,৫৩৪ জন মহিলা এবং ১৭ জন রূপান্তরকামী রয়েছেন। রাজ্যের ২৪টি জেলায় এই নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন।